সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৫ অপরাহ্ন

কাঠালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কাঠালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কাঠালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বার্তা ডেস্ক:

“আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় বিশ^ হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (২৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য রাল্যী উপজেলা পরিষদের বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন : কাঠালিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, সমাজ সেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন অফিসার মো.কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার আযিম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এইচ.এম সাইফুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, সাংবাদিক ফারুক হোসেন, ফায়ার সার্ভিস ষ্টেশন ম্যানেজার মো. শহীদুল ইসলাম ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মো. সোহানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদ মাঠে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana