শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বল খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জিহাদ হোসেন (৮) নামের কিশোরের মৃত্যু হয়েছে। জিহাদ উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্র্ডের জোড়খালী গ্রামের মো. রিয়াজ হোসেন খলিফার পুত্র এবং স্থানীয় ২২নং দক্ষিণ মরিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। শনিবার দুপুরে জিহাদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস জানান, শনিবার দুপুরে ছেলেদের সাথে নিজ বাড়ির সামনে খেলা জায়গায় ফুটবল খেলতে ছিল জিহাদ। খেলার সময় বলটি মাঠের পাশের্^ গেলে জিহাদ বলটি আনার চেষ্টা করলে মাটিতে পড়ে থাকা (ওজোপাটিটো) তারে জড়িয়ে জিহাদ বিদ্যুতায়িত হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
কাঠালিয়া উপজেলা বিদ্যুৎ বিভাগের (ওজোপাটিকো) উপ-সহকারি আবাসিক প্রকৌশলী তাপস কুমার বিশ্বাস বলেন, জোড়খালীতে যে শিশুটির মৃত্যু হয়েছে ওই সময় আমাদের লাইনে বিদ্যুৎ ছিলো না। পল্লী ও আমাদের লাইন পাশাপাশি হওয়ায় আমাদের লাইনের তার পল্লীর তারের সংস্পর্শে এ ঘটনা ঘটে। এটা সত্যিই দুঃখজনক।