মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রির্পোটার:
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম জামাল বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় ঝালকাঠির কাঠালিয়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির আয়োজনে বাসষ্ট্যান্ডে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহম, উপজেলা যুব দলের আহবায়ক মো. সফিকুল ইসলাম রাসেল, সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, সদস্য সচিব মো. আদনান আহম্মেদ রিয়ান, যুগ্ম আহবায়ক মো. রুবেল মোল্লা, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল, আমুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান তালুকদার প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সভাশেষে মিষ্টি বিতরণ করা হয়।
(উল্লেখ্য ২১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।)
আরও পড়ুন : কাঠালিয়ায় ফুল প্রেমি ইউএনও’র পুস্পকানন