বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
“মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” প্রতিপাদ্যকে ধারন করে ঝালকাঠির কাঠালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কাঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গনে এর উদ্বোধন ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার মো. শহীদুল ইসলাম, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির খান প্রমুখ।