বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া চিংড়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে করোনা পরবর্তী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম উদ্বুদ্ধকরনে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. মালেক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. রিয়াজ, বিদ্যালয়ের সভাপতি মো. হাছান মাহমুদ, চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আ. হালিম, কাঠালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মামুন হাওলাদার।
বক্তব্য রাখেন সমাজ সেবক মো. সোহরাব হোসেন হাওলাদার প্রমূখ।