মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন

কাঠালিয়ায় প্রশাসনের টহলে চলছে কঠোর লকডাউন

কাঠালিয়ায় প্রশাসনের টহলে চলছে কঠোর লকডাউন

বার্তা ডেস্ক:

করোনো ভাইরাসের সংক্রমণ কমাতে চলাচলে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে আজ বৃহস্পতিবার ঝালকাঠির কাঠালিয়ায় সড়কে যানবাহন ও মানুষের চলাচল অনেকটা কমেছে।

উপজেলা প্রশাসন, সেনা সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে।

এদিকে ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কের বিনাপানি, আমুয়া-বামনা সড়কে ও রাজাপুর-কাঠালিয়া সড়কের বিভিন্ন স্থানে চেক পোষ্টের ব্যবস্থা করা হয়েছে।

লোকজন জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এত নজরদারির পরেও প্রয়োজনে অপ্রোয়জনে রাস্তাঘাটে মানুষের অবাধ চলা-ফেরা ঠেকানো যাচ্ছে না। নানা অজুহাতে ঘর থেকে বেড়িয়ে আসছে মানুষ।

সরজমিনে দেখা গেছে, উপজেলার প্রধান প্রধান সড়কগুলো ফাঁকা। তবে ঔষধ, কাচামাল, নিত্য প্রয়োজনীয় দোকান পাঠ খোলা রয়েছে।

লোকজনকে কেনাকাটা করতে দেখা গেছে। কঠোর লক ডাউনের মধ্যেও অনেকের মাস্ক গলায় ঝুলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দলকে দেখে অনেকে আবার আড়ালে চলে যান।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta-2021
Design By Rana