মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি’র) ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। পিএফজি উপজেলা শাখার উদ্যোগে শনিবার দুপুর ১২ টায় বীর মুক্তিযোদ্ধা মরহুম সিকদার মোহাম্মদ ফারুক স্মৃতি সংসদে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।
বিশেষ অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক (প্যান) বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও সুজন উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান, পিএফজি সদস্য ও উপজেলা পরিষদ ভাইস সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. জালালুর রহমান আকন, জেলা পরিষদ সদস্য ও প্রধান শিক্ষক এস,এম আমিরুল ইসলাম লিটন সিকদার, জেলা পরিষদ সদস্য ও প্যান এ্যাম্বেসেডর মো.শাখাওয়াত হোসেন অপু, সুজন সভাপতি অধ্যাপক মো.আবদুল হালিম, সাবেক অধ্যাপক রুস্তুম আলী খান, বীরমুক্তিযোদ্ধা নারায়ন কাঞ্চিলাল বাবুল ঠাকুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো.জাহিদ হোসেন মল্লিক, বিএনপি নেতা মাস্টার হাবিবুর রহমান, নারী নেত্রী নাজমিন আক্তার তুলি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান নিশাত, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মামুন প্রমুখ।