মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে চলে বিভিন্ন অনুষ্ঠানমালা।
এসময় অভিবাদন মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।
মঞ্চে ছিলেন থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদারসহ সকল দপ্তরের কমকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় সুধিজন।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা মাঠে ডিসপ্লে প্রদর্শন করা হয়।