মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১০:০৩ পূর্বাহ্ন

কাঠালিয়ায় নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

কাঠালিয়ায় নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া হলতা নদীতে বুধবার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ যুবক মো.জাহিদ হোসেন (২৫) এর মরদেহ  একদিন পর বৃহস্পতিবার বিকেল ৫টায় একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

আমুয়া বন্দরের বাসিন্দা ও নিখোঁজ জাহিদের প্রতিবেশি মো. শাকিল হোসেন মিঞাজী জানান, জাহিদ নিখোঁজের পর কাঠালিয়া ফায়ার সার্ভিস, বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ও স্থানীয় লোকজন বিভিন্নভাবে চেষ্টা করে কোন সন্ধান মেলাতে না পারায় বৃহস্পতিবার সকালে উদ্ধার কর্যক্রম স্থাগিত করেন তারা চলে যান।

কিন্তু নিখোঁজ তরুন জাহিদের স্বজনরা জাহিদের মরদেহের সন্ধানে হন্যে হয়ে ট্রলার, জাল ও দড়িসহ ঘটনাস্থলসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় অভিযান বিরামহীনভাবে চালাতে থাকেন।

পরে বহস্পতিবার বিকেলে আমুয়া বন্দরের হলতা নদী থেকে জাহিদের লাশ উদ্ধার করে স্থানীয় জেলেরা।

জাহিদের স্বজন মাওলানা তোহা ইমাম জানান, প্রতিদিনের মতো জাহিদ বুধবার দুপুর ১টার দিকে বাজারের হলতা নদীতে গোসল করতে নামে।

এ সময় নদীতে ডুব দেয়ার পর আর উপরে না ওঠায় কিনারে থাকা তাইবা নামের এক শিশু জাহিদের বাসায় গিয়ে খবর দেয়।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta-2021
Design By Rana