মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন

কাঠালিয়ায় ধর্ষনকারীর বিচারের দাবিতে মানববন্ধন

কাঠালিয়ায় ধর্ষনকারীর বিচারের দাবিতে মানববন্ধন

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় স্বামী পরিত্যক্তা আবাসন প্রকল্পের বাসিন্দা জনৈক নারীকে (৪৮) গণধর্ষণ, ভিডিও ধারণ ও ঘর ছাড়ার হুমকীর ঘটনায় আসামিদের গ্রেফতার ও দৃষ্টন্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী। রোববার বিকেলে স্থানীয় শৌলজালিয়া খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আলতাফ হোসেন ও মাহমুদ হোসেন প্রমূখ। বক্তারা পালাতক আসামি মাইদুল ইসলামকে দ্রæত গ্রেফতারসহ দুই ধর্ষককের দৃষ্টন্তমূলক শাস্তির দাবি করেন।

গত বুধবার (৩১মার্চ) গভীর রাতে উপজেলার শৌলজালিয়া এলাকার আবাসন প্রকল্পের বাসিন্দা স্বামী পরিত্যক্তা এক নারীকে ঘরে ঢুকে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে একই আবাসনের বাসিন্দা আঃ সত্তারের পুত্র রফিক ও তার সহযোগী মাইদুল ইসলাম। এ ঘটনায় রোববার (৪ এপ্রিল) দুইজনকে আসামি করে কাঠালিয়া থানায় মামলা করেন ভিকটীম। পুলিশ মামলার প্রধান আসামি রফিককে (৫০) গ্রেফতার করে জেল হাজাতে পাঠায়।

কাঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, আসামি রফিককে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। ভিকটীমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta-2021
Design By Rana