মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপেিতত্ব সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য বিভাগের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো. আনিচুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো. হাফিজুর রহমান, মৎস্যজীবী সমিতির মো. মহিউদ্দিন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধ মো. হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবদুল মোমেন, উপজেলা আইসটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন সহ সাংবাদিক, মৎস্যজীবী, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও শিক্ষক উপস্থিত ছিলেন। উদ্বুদ্ধকরণ এ সভায় শতাধিক নারী পুরুষ অংশ নেয়।