মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় তিন সন্তানের জননী রুমা বেগম (৩২) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। বুধবার সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত রুমা বেগম জাঙ্গালিয়া গ্রামের নকিব বাড়ির ছত্তার নকিবের মেয়ে ও ভোলার চরফ্যাশন উপজেলার মো. শাহ জাহানের স্ত্রী।
স্বজন ও স্থানীয়রা জানান, জাঙ্গালিয়া গ্রামের ছত্তার নকিবের মেয়ে রুমা বেগম তিন সন্তানের জননী। সে পিতা ছত্তার নকিবের বাড়িতে থাকতেন। বুধবার বিকালে সবার অজান্তে ঘরের দোতালায় আড়ার সাথে গলায় ফাঁস দেয়। এসময় তার সন্তান দেখতে পেয়ে তার নানিকে বললে গিয়ে ফাঁস দেয়া অবস্থায় তাকে দেখতে পায়। এসময় তাকে উদ্ধার করা হলেও ততখনে সে মারা যায়। রুমা বেগম মাঝে মাঝে পাগলামি করত এবং সে মানসিক রোগী ছিলেন।
আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার জানান, জাঙ্গালিয়া গ্রামের ছত্তার নকিবের মেয়ে রুমা বেগম মানসিক রোগী ছিলেন। পরিবারের অজান্তে সে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, রুমা বেগম মানসিক রোগী ছিলেন। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।