শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণে সুফলভোগী খামারীদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার শেষে হয়েছে।
প্রশিক্ষণের সমপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মমিন, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ ডা. মো. মহিউদ্দিন প্রমুখ। আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫জন সুফলভোগী খামারী অংশ নেয়। প্রশিক্ষণার্থী গরু খামারীদের মাঝে ভিটামিন ও কৃমিনাশক ঔষদ বিতরণ করা হয়।