শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় কোভিড-১৯ করোনা ভ্যাকসিন দেয়ার অবহিত করনের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনলাইনে রেজিষ্ট্রেশন করার নিয়মাবলী বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, এএসআই মো. হাসান, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মো. কামরুজ্জামান লিটন নকীব, শিশির চন্দ্র দাস।
উপজেলায় ২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌছেছে । এ তথ্য নিশ্চিত করেছেউপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার। তিনি আরো জানান, এ জেলায় ১৫ ক্যাটাগরীর মানুষ অগ্রাধিকার ভিত্তিতে ডোজ পাবে। আগামী ৭ ফেব্রুয়ারী প্রথম ধাপে আনুষ্ঠানিক ভাবে মানবদেহে এ ডোজ পুশ করা হবে। চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগে সংশিষ্ট করোনাকালে সম্মুখযোদ্ধারা প্রথমে এ ভ্যাকসিন পাবেন।
ভ্যাকসিন পেতে অনলাইনে নিবন্ধনের জন্য সুরক্ষা ওয়েবসাইট ভিজিট করুন।