মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে ইলিশ শিকারের অপরাধে মো. আলাম খলিফা নামের এক জেলেকে আটক করা হয়েছে। এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। রোববার রাতে বিষখালী নদীর বড় কাঠালিয়া সহ বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের নের্তৃত্বে অভিযান চালায় মৎস্য বিভাগ।
আটককৃত ওই জেলেকে সোমবার বিকালে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত জাল জনসম্মূর্খে পোড়ানো হয় এবং ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদার জানান, আটককৃত জেলেকে ভ্রম্যমান আদালতের মধ্যেমে ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত জাল জনসম্মূর্খে পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।