মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

কাঠালিয়ায় উপজেলা সদরের শতবছরের পুরানো আয়রন ব্রীজটি পূন:নির্মাণের দাবিতে মানববন্ধন

কাঠালিয়ায় উপজেলা সদরের শতবছরের পুরানো আয়রন ব্রীজটি পূন:নির্মাণের দাবিতে মানববন্ধন

উপজেলা সদরের শতবছরের পুরানো আয়রন ব্রীজটি পূন:নির্মাণের দাবিতে মানববন্ধন

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা সদরের আউরা খালের উপর শতবছরের পুরানো জনগুরুত্বপূর্ণ আয়রন ব্রীজটি পূন:নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্থানীয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সামাজিক আন্দোলন কাঠালিয়া’।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় ব্রীজ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধবনে বক্তব্য রাখেন সামাজিক আন্দোলন কাঠালিয়া এর প্রতিষ্ঠাতা সভাপতি এ এইচ তুহিন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মঞ্জুরুল কবির পারভেজ, মো. শফিক জোমাদ্দার, মেহেদী হাসান মিতু পঞ্চায়েত ও মো. ইসরাফিল হোসেন প্রমূখ।

মানবন্ধনে বক্তারা জানান, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ শতবছরের পুরানো আউরার খালের এ আয়রন ব্রীজ দিয়ে প্রতিদিন শতশত পথচারী, ব্যবসায়ী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকী নিয়ে পারাপার হচ্ছে। এছাড়া ব্রীজটির একাধিক খাম্মা ভেঙ্গে যাওয়ায় এবং প্রসস্ত কম (সরু) হওয়ার কারণে কোন রিকশা-গাড়ি ব্রীজের উপর দিয়ে চলাচল করতে পারছে না। জনস্বার্থে গুরুত্বপূর্ণ এ ব্রীজটি দ্রæত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে স্মাারক লিপি প্রদান করেন সামাজিক আন্দোল কাঠালিয়া’র নেতৃবৃন্দ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana