মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা সদরের আউরা খালের উপর শতবছরের পুরানো জনগুরুত্বপূর্ণ আয়রন ব্রীজটি পূন:নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্থানীয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সামাজিক আন্দোলন কাঠালিয়া’।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় ব্রীজ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধবনে বক্তব্য রাখেন সামাজিক আন্দোলন কাঠালিয়া এর প্রতিষ্ঠাতা সভাপতি এ এইচ তুহিন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মঞ্জুরুল কবির পারভেজ, মো. শফিক জোমাদ্দার, মেহেদী হাসান মিতু পঞ্চায়েত ও মো. ইসরাফিল হোসেন প্রমূখ।
মানবন্ধনে বক্তারা জানান, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ শতবছরের পুরানো আউরার খালের এ আয়রন ব্রীজ দিয়ে প্রতিদিন শতশত পথচারী, ব্যবসায়ী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকী নিয়ে পারাপার হচ্ছে। এছাড়া ব্রীজটির একাধিক খাম্মা ভেঙ্গে যাওয়ায় এবং প্রসস্ত কম (সরু) হওয়ার কারণে কোন রিকশা-গাড়ি ব্রীজের উপর দিয়ে চলাচল করতে পারছে না। জনস্বার্থে গুরুত্বপূর্ণ এ ব্রীজটি দ্রæত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে স্মাারক লিপি প্রদান করেন সামাজিক আন্দোল কাঠালিয়া’র নেতৃবৃন্দ।