শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ খামারিদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থায়নে ও উপজেলা প্রানীসম্পদ বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব খাবার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.বদিউজ্জামান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মমিন, উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারন কর্মবর্কা ডা. মো. মহিউদ্দিন প্রমূখ।
ইয়াসে ক্ষতিগ্রস্থ উপজেলার ৬ ইউনিয়নে ১ শত ৫০ জন খামারিকে উন্নত মানের গো খাদ্য বিতরণ করা হয়।