বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের তালতলা আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে আশ্রয়ন প্রকল্প চত্ত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমশিনার মো. সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোর আলী, উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার।
এছাড়া ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, শিশির দাস, মো. আমিরুল ইসলাম, মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, মো. মিঠু সিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং উপকারভোগী অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন করেন।