শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ ও যুব উন্নয়ন সমিতি।
এ উপলক্ষে শুক্রবার বিকাল ৫টায় উপজেলা সদরের কলেজ রোডস্থ সমিতির কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা বিদ্যুৎ বিভাগের (ওজোপাটিকো) উপ-সহকারি আবাসিক প্রকৌশলী তাপস কুমার বিশ্বাস ও শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যাপক আবদুল হালিম।
অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ ও যুব উন্নয়ন সমিতির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. বাদল মাহমুদ, সমিতির সহসভাপতি মো. শাহ আলম, মো. মাহবুবুর রহমান, মো. মানিক আকন, সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, কোষাদক্ষ্য মো. খলিলুর রহমান প্রমুখ।