শনিবার, ০৩ Jun ২০২৩, ০৯:৪৭ অপরাহ্ন

কাঠালিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কাঠালিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী এলাকার উত্তর চেঁচরী গ্রামের বারানী খালে শিকারী বাড়ীর ব্রীজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে কাঠালিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশটি খালে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ টায় দিকে শিকারী বাড়ীর ব্রীজের নিচে বারানী খালে অর্ধ গলিত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশের একটি দল গিয়ে লাশটি উদ্ধার করে থানা নিয়ে যায়। লাশটির বয়স আনুমানিক ৩৫/৪০ বছর হবে। গায়ের রং কালো এবং তার পড়নে কোন পোশাক ছিল না।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বৃহস্পতিবার সকালে অর্ধগলিক অবস্থায় কৈখালী বাজার এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয় এবং ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত লাশটি আনুমানিক ২-৩ দিন আগে মৃত্যু হয়েছে ও তার শরীরের বিভিন্ন স্থানে পঁচন ধরেছে। উদ্ধারকৃত লাশের পরিচয় এখনো জানা যায়নি।

 

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta-2021
Design By Rana