শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ অপরাহ্ন

কাঠালিয়ায় অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই

কাঠালিয়ায় অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া বাজারে অগ্নিকান্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সময় উপজেলা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ২টার দিকে বাজারের বঙ্কেস বাক্সীর হোমিওপেথিক ঔষধের দোকান ও ফুসকার দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দোকান দুটি পুড়ে যায়। খবর পেয়ে কাঠালিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আঁধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

দোকানের মালিক বঙ্কেস বাক্সী বলেন, আমার দোকানে বিদ্যুৎ নেই। সন্ধ্যায় মোম জ্বালিয়ে দোকান বসি। পাশে ফুসকার দোকান রাত ১১টা পর্যন্ত খোলা থাকে। রাত ২টার দিকে বাজারের পাহাড়াদারদের মাধ্যমে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। ততখনে সব পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছি না। এ অগ্নিকান্ডের ঘটনায় আমার দোকান ঘর ও ঔষধপত্রসহ প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, রাত ২টায় আগুনের খবর শুনি। ২টা ১০ মিনিটে ঘটনা স্থলে গিয়ে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়েছে।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana