বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। জেলায় ভিডিও কনফারেন্সর মাধ্যমে শুভ উদ্বোধন করেন।
পরে কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে রবিবার উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির এর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদারের কাছে ৪টি অক্সিজেন সিলিন্ডার, ফ্লোমিটার ও ট্রলি হস্তান্তর করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মো. মিঠু সিকদার, সাংবাদিক ও উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।