মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ শহীদুল ইসলামের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় কাঠালিয়া থানায় ওসির সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল (নিউন্যাশন), সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান (সমকাল), সাধারন সম্পাদক মোঃ মাসউদুল আলম (বাংলাভিশন), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শহীদুল আলম (জিটিভি ও যুগান্তর), সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল হোসেন রিয়াজ, সমাজ কল্যান সম্পাদক ও ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ (বিজয় টিভি) , প্রচার সম্পাদক মোঃ মাছুৃম বিল্লাহ (মোহনা টিভি), সিনিয়ার সদস্য মাওলানা মোঃ আব্দুল হালিম (ইত্তেফাক), মাওলানা খায়রুল আমিন ছগির (আজকের বার্তা), মোঃ সরোয়ার হোসেন সিকদার, মো. মহসীন খান (আমাদের সময়), মো. সাকিবুজ্জামান সবুর(একাত্তর টিভি, আজকের পত্রিকা, সাগরকূল, কাঠালিয়া বার্তা), মোঃ মাছুম বিল্লাহ জুয়েল (খোলাকাগজ), মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. শহীদুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা । যে কোন প্রয়োজনে বা তথ্যের জন্য আপনারা আসবেন এবং আমার সহযোগীতা পাবেন।
আরো খবর: কাঠালিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার