মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাইকার অর্থয়নে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৪ জুন) উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদিন। বিশেষ অতিথি ছিলেন জাইকার প্রতিনিধি(ইউডিএফ) মো. ইমান আলী। বতব্য রাখেন অধ্যক্ষ মো. ইদ্রিস আলী, অধ্যক্ষ মো. ওবায়েদুল হক, প্রধান শিক্ষক সুশিল চন্দ্র মিস্ত্রী প্রমুখ।
সভাশেষে ৫৩টি স্কুল ও মাদ্রাসার প্রতিটি প্রতিষ্ঠানে ১৪ টি করে মোট ৭৪০ টি হাই বেঞ্চ বিতরণ করেন।