মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলীর বাড়িতে গত শুক্রবার (২২ মার্চ) ডাকাতি সংগঠিত হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশ ও চট্রোগ্রাম র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্রোগ্রামের পতেঙ্গা এলাকা থেকে গতকাল বুধবার রাত সাড়ে ১২ টার দিকে মনিরুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম বরগুনা জেলার গরিচন্না গ্রামের মোঃ খায়রুল ইসলাম এর পুত্র। এ সময় তার স্বীকার উক্তি অনুযায়ী একটি বাসা থেকে ১ টি স্বনের চেইন, এক জোড়া কানের দুল ও একটি অংটি উদ্ধার করে পুলিশ ও র্যাবের সদস্যরা।
গ্রেফতারকৃত মনিরুল ইসলাম এর নামে বিভিন্ন থানায় ৫ টি ডাকাতি মামলা রয়েছে।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার জানান, বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় গোপন সংবাদের মাধ্যমে চট্রোগ্রাম থেকে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামের এক আসামীকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার সকালে ঝালিকাঠি কের্টে প্রেরন করা হয়েছে।