মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংর্বধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সমীর সাহা।
বক্তব্য রাখেন সংবর্ধনা উদযাপন উপ-কমিটির আহবায়ক ও সোনালী ব্যাংকের ম্যানেজার মো. রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দীন বাচ্চু সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাল হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা মো. আতিকুর রহমান টুলু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার প্রমূখ। পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার এবং বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা উপহার ও ইফতারী বিতরন করা হয়।