শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯২২ জন।
এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৫৩ জন। আর আক্রান্ত হয়েছেন সাত লাখ ৪৫ হাজার ৩২২ জন।
গত কয়েক দিন দৈনিক মৃত্যু ১০০ এর নিচে ছিল। এর আগে টানা চার দিন দৈনিক মৃত্যু ১০০ ছাড়িয়েছিল।
২৪ ঘন্টায় ২১ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা বিবেচনায় আক্রান্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।