মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৯:৫৩ পূর্বাহ্ন

ঈদে ঢাকা ছেড়েছে ১ কোটি ৫ লাখ সিম, ফিরেছে ৮ লাখ

ঈদে ঢাকা ছেড়েছে ১ কোটি ৫ লাখ সিম, ফিরেছে ৮ লাখ

এবারের ঈদে ঢাকার বাইরে গেছে ১ কোটি চার লাখ ৯৪ হাজার ৮৮৩টি সিম। আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বৃহস্পতিবার (২২ জুলাই) এক দিনে ফিরেছে ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম।

‘একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম’–শিরোনামে গত ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ঢাকা ছাড়া ও ২২ জুলাই ঢাকায় ফেরা সিমের পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী।

সেখানে দেখা যায়, সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন গত মঙ্গলবার (২০ জুলাই)। ওই দিন ঢাকা ছাড়া সিমের সংখ্যা ২৭ লাখ তিরানব্বই হাজার ৫১৪টি।

ঈদুল আজহার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (২২ জুলাই) আট লাখ ২০ হাজার মানুষ ঢাকায় ঢুকেছেন। সেই হিসেবে আরও ৯৬ লাখ মানুষ এখনো ঢাকার বাইরে।

মন্ত্রীর পোস্ট করা সিমের পরিসংখ্যানটি চারটি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক সিমের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) ঢাকায় ফেরা সিমের মধ্যে গ্রামীণ ফোনের ২ লাখ ২৪ হাজার ৭০৯, রবির ৩ লাখ আট হাজার ৪৯১, বাংলালিংক ২ লাখ ৪৮ হাজার ১৫২ ও টেলিটকের ৩৯ হাজার ১৬৪ জন গ্রাহক রয়েছেন।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta-2021
Design By Rana