শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাচাই-বাছাই শেষে ১২জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ আবদুর রশিদ এবং উপজেলা কৃষি অফিসার ও রিটানিং অফিসার মোঃ শহীদুল ইসলাম এ ঘোষনা দেন।
মনোনয়নপত্র বাতিলকৃতরা হলেন: ইউপি চেয়ারম্যান পদে আমুয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ তৈয়বুর রহমান ও শৌলজালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির প্রার্থী মোঃ মোতাচ্ছের হোসেন খান।
সংরক্ষিত মহিলা সদস্য পদে চেঁচরীরামপুর ইউনিয়নের ০১ জন ও আওরাবুনিয়া ইউনিয়নে ০১ জন এবং সাধারন সদস্য পদে আমুয়া ইউনিয়নে ০১ জন, কাঠালিয়া ইউনিয়নে ০১ জন, শৌলজালিয়া ইউনিয়নে ০৩ জন ও আওরাবুনিয়া ইউনিয়নে ০৩ জনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষনা করা হয়।
এতে চেয়ারম্যান পদে ২৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৪ জন ও সাধারন সদস্য পদে ২০৮ জনসহ মোট ২৯৭ জনের মনোনয়নপত্র বৈধতা পায়।