শনিবার, ০১ Jun ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি’ : প্রকৌশলীকে বীর মুক্তিযোদ্ধা ঝালকাঠিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক করেছে র‍্যাব ডাটা প্যাকেজ বিষয়ে বিটিআরসির গ্রাহক জরিপ ঘূর্ণিঝড় রিমাল : সুন্দরবনে মৃত হরিণের সংখ্যা বেড়ে ৯৬ কাঠালিয়ায় রেমালে ক্ষতিগ্রস্থ্য বাঁধ পরিদর্শন করেন ইউএনও নেছার উদ্দিন ঝালকাঠিতে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ৭ কাঠালিয়ায় ভোট যুদ্ধে এগিয়ে সাহিদা আক্তার বিন্দু, নির্বাচনী প্রতীক ‘প্রজাপতি’ শান্তিপুর্ণ পরিবেশ ও সহিংসতা প্রতিরোধে কাঠালিয়ায় পিএফজির লিফলেট বিতরণ কাঠালিয়ায় প্রতীক পেয়েই ভোটের মাঠে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
বরিশালে পুরোনো সরঞ্জামের কারণে যখন-তখন বিদ্যুৎ বিভ্রাট

বরিশালে পুরোনো সরঞ্জামের কারণে যখন-তখন বিদ্যুৎ বিভ্রাট

অনলাইন ডেস্ক:

পিক কিংবা অফপিক আওয়ারে বিদু্যতের চাহিদা অনুযায়ী সরবরাহ থাকলেও গ্রাহক পর্যায়ে বিদু্যত্সেবা মিলছে না| পুরোনো ট্রান্সফরমার অহরহ বিকল, এইচপি ও এলটি বৈদু্যতিক ক্যাবল, পুরোনো সরঞ্জামের কারণে যখন-তখন বিদু্যত্বিভ্রাট দেখা দিচ্ছে| ধারণক্ষমতার অতিরিক্ত বিদু্যত্ প্রবাহিত হওয়ায় বৈদু্যতিক ক্যাবলসহ সরঞ্জাম বিকল হচ্ছে| ফলে মারাত্মক ঝঁুকির মধ্যে রয়েছে এখানকার ৫ লক্ষাধিক বিদু্যত্ গ্রাহক| জোড়াতালি দিয়ে চালানো দীর্ঘ দিনের পুরোনো ট্রান্সফরমারসহ যান্ত্রিক ত্রুটির কারণে এখানে বিদু্যত্বিভ্রাট লেগেই আছে| সরবারহ থাকলেও এই গরমে অন্ধকারে থাকতে হয় নগরবাসীকে| সামান্য ঝড়-বৃষ্টি হলেই ভেঙে পড়ে বিদু্যত্ব্যবস্হা| এসব ভোগান্িত থেকে উত্তরণের জন্য তিন/চার বছর যাবত্ মাটির নিচ দিয়ে বিদু্যতের লাইন স্হাপনের নতুন প্রকল্পের কথা জানানো হলেও বাস্তবে তার কোনো অগ্রগতি নেই|

বিদু্যত্ বিভাগের কর্মকর্তারা জানান, মাটির নিচ দিয়ে বিদু্যতের লাইন স্হাপনের জন্য মাঠপর্যায়ে সার্ভেও করা হয়েছিল| প্রকল্পটি দীর্ঘস্হায়ী হবে কি না, মাটির কন্ডিশন, প্রকল্পের ব্যয় নির্ধারণসহ নানা বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনাও হয়েছে| একাধিক কর্মকর্তা জানান, সার্ভে কমিটি পরবর্তী সময়ে এ প্রকল্প বাতিল করে দিয়েছে| ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) এখানকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ টি এম তারিকুল ইসলাম ইত্তেফাককে জানান, মাটির নিচ থেকে বিদু্যতের লাইন প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগবে| তিনি জানান, চাহিদা অনুযায়ী বিদু্যত্ সরবরাহ করা হচ্ছে| তবে বিভিন্ন সময় সংস্কার

কাজ করতে সংযোগ বন্ধ রাখা হয়| বিশেষ করে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বিদু্যত্ বিভাগের অনেক কাজ করার জন্য বিদু্যত্ ব্যবস্হা শনিবার বন্ধ রেখে কাজ করা হয়| নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল বিদু্যতের একাধিক ফিডারের দায়িত্বরতরা জানান, দীর্ঘদিনেও বিদু্যত্ বিভাগের জন্য নতুন ট্রান্সফরমার, ক্যাবল কিংবা সরঞ্জাম যুক্ত না হওয়ায় পুরোনো মালামাল দিয়ে কাজ করতে হচ্ছে|

সরেজমিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ট্রান্সফরমারই জোড়াতালি দেওয়া| ঝুঁকিপূর্ণ অবস্হায় থাকা ট্রান্সফরমারের ওপরই দেওয়া হয়েছে অতিরিক্ত সংযোগের বাড়তি লোড| সামান্য ঝড় কিংবা হালকা বাতাস এলেই ট্রান্সফরমারগুলো অচল হয়ে পড়ে| এছাড়া বজ্রপাতে বৈদু্যতিক সরঞ্জামাদি বিকল হওয়াসহ নানা ক্ষতি হচ্ছে|

মহানগরীর গ্রাহকদের যখন এমন বেহালদশা তখন পল্লী বিদু্যত্ সমিতির গ্রাহকদের দুর্ভোগের যেন শেষ নেই| সামান্য বাতাস শুরু হলেই পুরো পল্লী বিদু্যত্ সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া হয়| একবার সরবারহ বন্ধ হলে পুনরায় বিদু্যত্ পেতে এক দিন পার হয়ে যায়|

সাবোটাইজের সন্দেহ সিটি মেয়রের : অফিস সময়ে কর্মঘণ্টা নষ্ট করে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংস্কার কাজ করায় প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি দিয়ে অবহিত করেছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ| মেয়র জানান, বিদু্যত্ বিভাগের অবহেলার কারণে সম্প্রতি গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান ব্যাহত হয়েছে| বিদু্যত্ বিভাগের খামখেয়ালিপনায় নগরীর লাখ লাখ বাসিন্দা ভোগান্িততে পড়ছে| এটা সাবোটাইজও হতে পারে|

 

সূত্র: ইত্তেফাক

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930




All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana