শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কাঠালিয়ায় প্রতীক পেয়েই ভোটের মাঠে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা কাঠালিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে কে কোন মার্কা পেলেন দেখে নিন! কাঠালিয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা কাঠালিয়ায় এসএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ৫১ শিক্ষার্থী কাঠালিয়ায় দূর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই বীরমুক্তিযোদ্ধা বসত ঘর কাঠালিয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা কাঠালিয়া উপজেলা যুবদলের আহবায়ক পদ থেকে রাসেল সিকদারকে অব্যাহতি জেলাও শ্রেষ্ঠ অধ্যক্ষ একেএম কামরুজ্জামান কাঠালিয়ায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি বহিস্কার কাঠালিয়ায় এমপি’র শারিরীক সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
বরিশালে পুরোনো সরঞ্জামের কারণে যখন-তখন বিদ্যুৎ বিভ্রাট

বরিশালে পুরোনো সরঞ্জামের কারণে যখন-তখন বিদ্যুৎ বিভ্রাট

অনলাইন ডেস্ক:

পিক কিংবা অফপিক আওয়ারে বিদু্যতের চাহিদা অনুযায়ী সরবরাহ থাকলেও গ্রাহক পর্যায়ে বিদু্যত্সেবা মিলছে না| পুরোনো ট্রান্সফরমার অহরহ বিকল, এইচপি ও এলটি বৈদু্যতিক ক্যাবল, পুরোনো সরঞ্জামের কারণে যখন-তখন বিদু্যত্বিভ্রাট দেখা দিচ্ছে| ধারণক্ষমতার অতিরিক্ত বিদু্যত্ প্রবাহিত হওয়ায় বৈদু্যতিক ক্যাবলসহ সরঞ্জাম বিকল হচ্ছে| ফলে মারাত্মক ঝঁুকির মধ্যে রয়েছে এখানকার ৫ লক্ষাধিক বিদু্যত্ গ্রাহক| জোড়াতালি দিয়ে চালানো দীর্ঘ দিনের পুরোনো ট্রান্সফরমারসহ যান্ত্রিক ত্রুটির কারণে এখানে বিদু্যত্বিভ্রাট লেগেই আছে| সরবারহ থাকলেও এই গরমে অন্ধকারে থাকতে হয় নগরবাসীকে| সামান্য ঝড়-বৃষ্টি হলেই ভেঙে পড়ে বিদু্যত্ব্যবস্হা| এসব ভোগান্িত থেকে উত্তরণের জন্য তিন/চার বছর যাবত্ মাটির নিচ দিয়ে বিদু্যতের লাইন স্হাপনের নতুন প্রকল্পের কথা জানানো হলেও বাস্তবে তার কোনো অগ্রগতি নেই|

বিদু্যত্ বিভাগের কর্মকর্তারা জানান, মাটির নিচ দিয়ে বিদু্যতের লাইন স্হাপনের জন্য মাঠপর্যায়ে সার্ভেও করা হয়েছিল| প্রকল্পটি দীর্ঘস্হায়ী হবে কি না, মাটির কন্ডিশন, প্রকল্পের ব্যয় নির্ধারণসহ নানা বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনাও হয়েছে| একাধিক কর্মকর্তা জানান, সার্ভে কমিটি পরবর্তী সময়ে এ প্রকল্প বাতিল করে দিয়েছে| ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) এখানকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ টি এম তারিকুল ইসলাম ইত্তেফাককে জানান, মাটির নিচ থেকে বিদু্যতের লাইন প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগবে| তিনি জানান, চাহিদা অনুযায়ী বিদু্যত্ সরবরাহ করা হচ্ছে| তবে বিভিন্ন সময় সংস্কার

কাজ করতে সংযোগ বন্ধ রাখা হয়| বিশেষ করে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বিদু্যত্ বিভাগের অনেক কাজ করার জন্য বিদু্যত্ ব্যবস্হা শনিবার বন্ধ রেখে কাজ করা হয়| নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল বিদু্যতের একাধিক ফিডারের দায়িত্বরতরা জানান, দীর্ঘদিনেও বিদু্যত্ বিভাগের জন্য নতুন ট্রান্সফরমার, ক্যাবল কিংবা সরঞ্জাম যুক্ত না হওয়ায় পুরোনো মালামাল দিয়ে কাজ করতে হচ্ছে|

সরেজমিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ট্রান্সফরমারই জোড়াতালি দেওয়া| ঝুঁকিপূর্ণ অবস্হায় থাকা ট্রান্সফরমারের ওপরই দেওয়া হয়েছে অতিরিক্ত সংযোগের বাড়তি লোড| সামান্য ঝড় কিংবা হালকা বাতাস এলেই ট্রান্সফরমারগুলো অচল হয়ে পড়ে| এছাড়া বজ্রপাতে বৈদু্যতিক সরঞ্জামাদি বিকল হওয়াসহ নানা ক্ষতি হচ্ছে|

মহানগরীর গ্রাহকদের যখন এমন বেহালদশা তখন পল্লী বিদু্যত্ সমিতির গ্রাহকদের দুর্ভোগের যেন শেষ নেই| সামান্য বাতাস শুরু হলেই পুরো পল্লী বিদু্যত্ সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া হয়| একবার সরবারহ বন্ধ হলে পুনরায় বিদু্যত্ পেতে এক দিন পার হয়ে যায়|

সাবোটাইজের সন্দেহ সিটি মেয়রের : অফিস সময়ে কর্মঘণ্টা নষ্ট করে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংস্কার কাজ করায় প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি দিয়ে অবহিত করেছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ| মেয়র জানান, বিদু্যত্ বিভাগের অবহেলার কারণে সম্প্রতি গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান ব্যাহত হয়েছে| বিদু্যত্ বিভাগের খামখেয়ালিপনায় নগরীর লাখ লাখ বাসিন্দা ভোগান্িততে পড়ছে| এটা সাবোটাইজও হতে পারে|

 

সূত্র: ইত্তেফাক

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  




All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana