বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৩ মে) প্রার্থীদের হাতে প্রতীক (মার্কা) তুলে দেন রির্টানিং অফিসার ও ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) মো. রুহুল আমিন। এসময় তার সঙ্গে ছিলেন সহকারি রিটানিং অফিসার ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্ধিতা করবেন। এদিকে মার্কা পেয়ে প্রার্থীরা এলাকায় এসে কর্মী সমর্থকদের নিয়ে নেমে পড়েন প্রচার প্রচারনায়। এর আগে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো.আবদুল জলিল তার মনোনয়ন প্রত্যাহার করেন। আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ছাড়াও বিএনপির একজন ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। বিগত নির্বাচনের তুলনায় এবার তীব্র প্রতিদ্ধন্ধিতাপুর্ন নির্বাচন বলে মনে করেন সাধারন ভোটাররা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. এমাদুল হক মনির (দোয়াত কলম), মো. গোলাম কিবরিয়া সিকদার (কাপ-পিরিচ), মো. তরুন সিকদার (ঘোড়া), মো. শহিদুল ইসলাম (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী (বই), মো. মনিরুজ্জামান গোলদার (তালা), অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম তারেক (চশমা), গৌতম চন্দ্র মন্ডল (টিয়া পাখি), মো. রেজাউল করিম সাদ্দাম ( উড়োজাহাজ) ও সৈয়দ মাইনুল ইসলাম সজল (টিউবওয়েল)।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতিমা খানম (হাঁস), মোসাঃ সাহিদা আক্তার বিন্দু (প্রজাপতি), শাহানাজ বেগম (পদ্ম ফুল), শেফালী বেগম (ফুটবল) ও নাজমিন আক্তার তুলির (কলস)।
আরও পড়ুন : কাঠালিয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা