রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
কবি লেখক কলম সৈনিক কলম দিয়ে করে জিহাদ,
সত্য কথা লিখে বলে মিথ্যার করে প্রতিবাদ।
সমাজ সংস্কার করে তারা দূর করে অন্যায় অত্যাচার,
তাদের প্রতি রুখে দাঁড়ান, তারা পায় না সমাজে স্থান।
শহীদের রক্তের চেয়ে কবির কলমের কালির দাম বেশি সাক্ষী দেয় ইতিহাস,
কবির লেখার দ্বারা জ্ঞানীগুণী হয় পায় তারা জ্ঞান।
মানুষ ফিরে পায় মানবতা, ছাড়ে শান্তির শ্বাস।
কবিদের জীবন ধন্য করতে, পারে যদি থাকে ত্যাগ।
কবি শাহ্ জামান দিয়েছে ঐক্যের ডাক, সবাই শান্তি পাক।
সত্যের লক্ষ্যে কাজ করেন, সবে থাকিতে হায়াত।
এপারে শান্তি পরপারে মুক্তি, পাইবেন জান্নাত!
লিখেছেন কবি মোঃ শাহ্ জামান চিশতী
আরও পড়ুন : বাংলার জনগণের প্রতি এক উধার্থ আহবান