রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

আমি ফেসবুকে নেই, চাইলে আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন

আমি ফেসবুকে নেই, চাইলে আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন

বিনোদন ডেস্ক:

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাবনূরের নামে অসংখ্য ফেসবুক পেজ ঘুরে বেড়াচ্ছে।

এ বিষয়ে শাবনূর জানিয়েছেন, ফেসবুকে আমার কোন অ্যাকাউন্ট নাই। একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলেছিলাম, সেটায় আমি। আমি ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খুলেছি। আর সেটাতেই এখন সক্রিয় রয়েছি।

শাবনূর আরও বলেন, আমি দেখলাম আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে ৫০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। সবাইকে অনুরোধ করছি তারা যেন কোনোভাবেই ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে কোনোভাবে প্রতারিত না হন। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা চাইলে আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। কিন্তু ফেসবুকে আমি নেই।’

শাবনূরের ছোট বোন ঝুমুর জানান, ‘আপুর নামে ফেসবুকে অসংখ্য অ্যাকাউন্ট ও পেইজ রয়েছে। সেসব ভুয়া। শুনেছি আপুর (শাবনূর) শুভাকাঙ্ক্ষীরা সেই অ্যাকাউন্টকে শাবনূরের অ্যাকাউন্ট মনে করছেন। এতে বড় ধরনের সমস্যা হতে পারে, সবাই সতর্ক থাকতে হবে।

এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশে আসবেন শাবনুর। তাছাড়াও সিনেমাতেও কাজ করার পরিকল্পনা আছে তার।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana