সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

ঝালকাঠিতে ভোটার হতে এসে রোহিঙ্গা আটক

ঝালকাঠিতে ভোটার হতে এসে রোহিঙ্গা আটক

ঝালকাঠিতে ভোটার হতে এসে রোহিঙ্গা আটক

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলায় ভোটার তালিকায় নাম উঠাতে গিয়ে নুরুল ইসলাম (২৩) নামে এক রোহিঙ্গা আটক হয়েছে । মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ) বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ.এম.গোলাম মোস্তফা।

তিনি জানান, বিকেলে ওই যুবক উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। এক পর্যায়ে তার সাথে কথা বলা ধারণা করা হয় সে রোহিঙ্গা। পরে জিজ্ঞেসবাদে তিনি নিজেই স্বীকার করেছে তিনি রোহিঙ্গা। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।

আটক রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম জানান, রমজান মাসে সে কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে বের হয়। পরে সাইফুল ইসলাম তোতা নামে একজনের মাধ্যমে নলছিটি উপজেলা নির্বাচন অফিসে এসে ভোটার হতে চাইছিলাম।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এক রোহিঙ্গা যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন : কাঠালিয়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীর চাউলের পোকানাশক ট্যাবলেট খেয়ে মৃত্যু

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana