রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় লিজা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর চাউলে দেওয়া পোকানাশক গ্যাসের ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাতে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর আগে গত রোববার রাতে চাউলের পোকানাশক গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরে গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়। লিজা আক্তার স্থানীয় সবুরেন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ও উত্তর তালগাছিয়া গ্রামের কৃষক মো. সিদ্দিক হাওলাদারের মেয়ে।
স্বজন ও শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন কাঠালিয়া বার্তাকে জানান, কয়েকদিন ধরে লিজার জ্বর থাকায় বিভিন্ন ধরণের ওষুধ খেতে হচ্ছিল। তার ওষুধের পাশেই রাখা ছিলো চাউলে দেওয়ার জন্য এক ধরণের বিষাক্ত পোকানাশক গ্যাসের ট্যাবলেট। নিজের ওষুধ মনে করে লিজা ভূল করে চাউলে দেওয়ার বিষাক্ত পোকানাশক গ্যাসের ট্যাবলেট খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে সে প্রচন্ড বমি করতে শুরু করে। প্রাথমিক ভাবে পরিবারের সবাই ধারনা করেছে জ্বরের জন্য বমি করছে লিজা। গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম কাঠালিয়া বার্তাকে বলেন, বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ায় সেখানে ময়নাতদন্ত হয়েছে এবং বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।