রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
শোক বার্তা:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মো. ফজলুল হক মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকালে বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বাঁশবুনিয়া গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির।