রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন
বরিশাল প্রতিনিধি:
বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলছেন, শেখ হাসিনার স্পর্শে বদলে গেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিকে বদলে যাওয়া বাংলাদেশের ১৩ বছর। রোববার (৯ জানুয়ারি) দুপুরে মেহেন্দিগঞ্জ জাঙ্গালিয়া ইউনিয়নে সিন্নিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তাব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন প্রমূখ। শেষে এমপির উদ্দ্যেগে গরীব দুঃখী, মেহনতি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।