মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

লেখাপড়া : Object শিখো সহজেই!

লেখাপড়া : Object শিখো সহজেই!

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের এই আয়োজন। Sentence লেখার জন্য object অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনা Object শিখনে সহায়ক হবে। সহজেই Indirect object এবং Direct Object সনাক্ত করা যাবে।

Object (কর্ম)কে উদ্দেশ্য করে verb এর কাজ সংঘটিত হয়।
Example: They play cricket.
এখানে verb হলো play এবংobject হলো cricket.
Object কে উদ্দেশ্য করে Verb এর কাজ সংঘটিত হয়েছে। verb কে যদি প্রশ্ন করা হয় তারা কী খেলে? উত্তর হবে ক্রিকেট। তাই অবজেক্ট হচ্ছে ক্রিকেট।
• verb কে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে object পাওয়া যায়।
Example :
1. He loves me.
এখানে love হচ্ছে verb. Verb কে কাকে দিয়ে প্রশ্ন করলে object পাওয়া যাবে। সে কাকে ভালবাসে? উত্তর হচ্ছে আমাকে(me)। তাই me হচ্ছে object.

2. Rafee saw a cat.
এখানে verb হচ্ছে saw. Verb কে কী দিয়ে প্রশ্ন করলে a cat পাওয়া যায়। তাই a cat হচ্ছে object.

• দুই প্রকার Object হলোঃ

1. Direct Object বা বস্তুবাচক কর্মঃ সাধারণত বস্তু বা প্রাণি বুঝায়। Example:
1. She has a dog. এখানে a dog হচ্ছে বস্তুবাচক object.
2. It is a chair. এখানে a chair হচ্ছে বস্তুবাচক object.
Note: verb কে- কী দিয়ে প্রশ্ন করলে Direct Object পাওয়া যায়।

Indirect Object বা ব্যক্তিবাচক কর্মঃ সাধারণত ব্যক্তি বুঝায়।
Example :
I gave Ratul a flower. এখানে Ratul দ্বারা ব্যক্তিকে বুঝানো হয়েছে। তাই Ratul হচ্ছে ব্যক্তিবাচক বা Indirect Object.
Note : verbকে কাকে দিয়ে প্রশ্ন করলে Indirect Object পাওয়া যায়।

• মনে রাখা দরকারঃ
বাক্যে একটি অবজেক্ট হলে তা সবসময় Direct Object হবে।
যেমনঃ 1. He called Ratul.
2. She likes a flower.
উপর্যুক্ত দুটি বাক্যে Ratul এবং a flower হলো direct object.

• Object কোথায় বসে?
verb এর পরেঃ
They like cats.
Preposition এর পরেঃ
You can bring a book for me.

মনে রাখা দরকারঃ
Object হিসেবে Noun এবং Pronoun ব্যবহৃত হয়।
You should study English.
He likes it.

কিছু verb যাদের পরে প্রায়ই Indirect object এবং direct object বসে। উদাহরণ হিসেবে কয়েকটি verb নিচে দেওয়া হলঃ
Bring, buy, give, lend, offer, promise, show, send, teach, tell, write.
একটা sentence এ Indirect Object দুইভাবে বসতে পারে। যেমনঃ
verb +Indirect Object: He gave me a shirt.

To/For + Indirect Object: He gave a shirt to me.
To +Indirect Object:
Some common verbs + to +object
Common verb গুলো হলোঃ
read,give,lend,show,tell,write, offer.
Example : Rafee showed a picture to his parents.

For + Indirect Object:
Some common verbs+for+objects
Common Verbs:
Bring,buy,cook,make, get.
Example : Bring a book for me.

Md. Safikul Islam
BA(hons),MA in English (JnU)
Trained in Teaching English from British Council
TESOL certified (SUB)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana