বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকায় ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত উফশী আমন প্রদর্শনী উপলক্ষে (ব্রি ধান ৮৭) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ মো. মনিরুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উল্লাহ বাহাদুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ- পরিচালক কৃষিবিদ রিফাত সিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহ্রেুন নেছা পাপড়ী, কৃষক আ: আজিজ ও সাকায়েত ফরাজী। এ সময় সাংবাদিক সাইদুল ইসলাম ফরাজী, আশিষ চৌধুরী, মো. ইব্রাহিম ও মেহেদী হাসান খান সহ স্থানীয় প্রায় অর্ধশত কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।
এ দিকে দুপুর ২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকী) কার্যক্রমের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৫জন কৃষকের মাঝে পাওয়ার টিলার নামে ৫টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়।