শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী মাসুদ হোসেন ডাক পেলেন জাতীয় পর্যায়

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী মাসুদ হোসেন ডাক পেলেন জাতীয় পর্যায়

বিশেষ প্রতিনিধি:

বরিশাল বিভাগীয় পর্যাায়ে শ্রেষ্ঠ কর্মচারী কাঠালিয়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মো. মাসুদ হোসেন এবার জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ গ্রহনের ডাক পেলেন।

সততা, নিষ্ঠা ও সুনামের সাথে অফিসিয়াল কর্মকান্ড পরিচালনা ও শিক্ষকদের সাথে সেবা প্রদানের জন্য গত ৪ অক্টোবর জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে নির্বাচিত হন তিনি। শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার আমিন উল আহসান ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিনসহ বাছাই বোর্ডের সদস্যদের সাক্ষরিত এক চিঠিতে তথ্য জানা গেছে।

জাতীয় পর্যায় শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচনের নিমিত্তে আগামী ৩ জানুয়ারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস সম্মেলন কক্ষে উপস্থিত হওয়ার জন্যও তাকে বলা হয়েছে । প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana