সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার শ্রীমন্তকাঠি মহালক্ষী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
শনিবার দুপুরে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পন শেষে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানের পাঠাগার, জাদুঘর এবং শেখ রাসেল পৌর শিশু পার্ক সহ বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত নানা স্থান ঘুরিয়ে দেখানো হয়। পরে নিজ অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এ্যাডভোকেট মাসুদা হালিম।
এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট এমএ হালিম মন্টু, শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুবিনুল ইসলাম সহ ম্যানেজিং কমিটির সদস্য সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।