রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বসতঘর পুড়ে ছাই

ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বসতঘর পুড়ে ছাই

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

মঙ্গলবার (৩০জুলাই ) ভোর রাতে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষ্মণকাঠি এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে নাঈম হাওলাদারের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাঈমের চাচা বাবুল হাওলাদার বলেন, গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়। ঘরে থাকা, চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা জানতে পারিনি। আমাদের পরিবারের একজন সদস্য মারা যাওয়ায় রাতে সেখানে থাকায় বসতঘরে কেউ ছিলেন না।

লক্ষ্মণকাঠি এলাকার ইউপি সদস্য মনির হোসেন বলেন, তাদের পড়নের কাপড় ছাড়া বাকি কিছুই রক্ষা করতে পারেনি। রাতে বাড়িতে কেউ না থাকায় ঘরটি সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও নগদ অর্থ বিতরণ করা হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana