সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

নলছিটিতে পিএফজি’র ফলোআপ সভা

নলছিটিতে পিএফজি’র ফলোআপ সভা

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে শনিবার ( ০২ অক্টোবর) বেলা ১১ টায়,নলছিটি চায়নামাঠ সড়ক পিএফজি অস্থায়ী কার্যালয়ে সংগঠনের কো- অর্ডিনেটর মোঃ খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।

সভায় বক্তব্য রাখেন -পিএফজির এ্যাম্বসেডর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, রেবেকা সুলতানা, পিএফজির সদস্য শাহাদাত হোসেন মনু, সেলিম গাজী, প্রভাষক আমির হোসেন,ডালিয়া নাছরিন,তাহমিনা বেগম,মোঃ মুনসুর আলী,মোঃ হানিফ, মাহামুদুল্লা, ইয়ুথ লিডার- সাথী আক্তার, ইমরান খান প্রমুখ।

সভায় সৈহাদ্য সম্প্রতি নলছিটি গড়ার লক্ষে ফেজবুক গ্রুপ তৈরি করণ,করনাকালীন সময়ে কিশোরদের মাদকাসক্তি ও অাসক্তি শীর্ষক মতবিনিময় সভার সিদ্ধান্ত গ্রহণ ও ইয়ুথ এম্বাসেডর দের পেভ হারমনি ৬ টি ওর্য়াকশপ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana