মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করছে উপজেলা প্রসাশন। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রস ব্রিফিং অনুষ্ঠিত হয়ে।
আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর কাার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ মানবিক উদ্যোগটির সংবাদ বহুল প্রচারের লক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রুম্পা সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী ছাড়াো উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।