সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়লো পেশাদার দুই মাদক কারবারী কিবরিয়া খান এবং শাহিন হাওলাদার। এদের কাছ থেকে ৫ কেজি গুল্ব গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও প্রতক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে ৩০ এপ্রিল রোববার রাত সাড়ে ১২ টায় সদর থানা এবং শেখেরহাট ইউনিয়ন পুলিশ তদন্তকেন্দ্রের বিশেষ অভিযান পরিচালনার সময় ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শ্রীমন্তকাঠি গ্রামের সিএন্ডবি বাজার নামক স্থান থেকে ৫ কেজি গাঁজা সহ দুজন মাদক কারবারীকে আটক করা হয়েছে।
আটক মো. কিবরিয়া খান (২৪) পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন শাহপুরা এলাকার মাসুদুর রহমান খান’র ছেলে। আটককৃত অপরজন হলো ঝালকাঠি সদর উপজেলার শেখের হাট ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে মো. শাহিন হাওলাদার (৩৩)।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য অপরাধ আইনে পহেলা মে সোমবার থানায় মামলা রুজু করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।