রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি :
এপেক্স ক্লাব অব বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস ডে উপলক্ষে ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায ঝালকাঠি সদর হাসপাতাল ও পপুলার ডাযাগনস্টিক সেন্টারের সামনে অর্ধশত মানুষের হাতে কম্বল তুলে দেন এপেক্সিয়ানরা। দরিদ্র ও অসহায় মানুষ এপেক্স ক্লাবের কম্বল পেয়ে খুশি।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ঝালকাঠি এপেক্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসাযী এপেক্সিযান সৈযদ ফেরদৌস আহমেদ, সদ্য বিদাযী সভাপতি এপেক্সিযান কাজী খলিলুর রহমান ও এপেক্সিযান উজ্জল রহমান।