সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন
কাজী খলিলুর রহমান, ঝালকাঠি থেকে:
‘‘সবুজেই সুখ, সবুজেই হাসি, সবুজে সাজুক বিশ্ববাসী’’ এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে শিশু সমাবেশ অনষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় সরকারি শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশে অপরাজিতা গ্রুপ।
অপরাজিতা বাংলাদেশের ফাউন্ডার এডমিন ইঞ্জিনিয়ার জারিন তাসনিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে অপরাজিতা গ্রæপের কো ফাউন্ডার কলি নাহার, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলূর রহমান, পূবালী ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম, প ূর্ব বিন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা আক্তার প্রমুখ। বক্তারা বলেন শিশু সমাবেশে শিক্ষার্থীদের মাঝে পরিবেশের ভারসম্য রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়।
স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে কারিগর প্রয়োজন, তা সৃষ্টি করতে হবে ঐতিহ্যবাহী এসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। বর্তমানে সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের রক্ষা করা খুব বেশি প্রয়োজন। আর এই রক্ষা করার মূল দায়িত্ব জাতি গঠনের প্রধান কারিগর শিক্ষকদের। তাদেরকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে এই অবক্ষয় রোধ করার জন্য পুথিগত বিদ্যার পাশাপাশি পরিবেশের শিক্ষা শিক্ষার্থীদের প্রদান করতে হবে। এর মাধ্যমেই আজকের শিক্ষার্থীরা আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে এই দেশের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেবে।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশে অপরাজিতা এডমিন প্যানেল মেম্বর শফিকুল ইসলাম শুভ, মো: সাজ্জাদ হোসেন, মোস্তাকিম রাসেল, অপরাজিতা ঝালকাঠির জেলা প্রতিনিধি সোলায মান আকন ,সমন্বয়কারী পাপিয়া সুলতানা ও একটিভ মেম্বর মিলি রহমান প্রমুখ। শিশু সমাবেশে শিক্ষার্থীদের মাঝে পরিবেশের ভারসম্য রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়। পরে অপরাজিতা গ্রæপের সদস্য ও শিশু শিক্ষার্থীদের মধ্যেবিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও সুধিজনরা উপস্থিত ছিলেন।শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।