সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠিতে মিরাজ শেখ (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সদর উপজেলার কেওরা ইউনিয়নের নৈকাঠি বাজারে মঙ্গলবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজের পরিবারের অভিযোগ কেওরার ইউপি সদস্য নজরুল ইসলাম তার দলবল নিয়ে মিরাজকে এলোপাথারী কুপিয়ে যখম করে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মিরাজকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য রাতেই আহত মিরাজকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত তিনটার দিকে সে মৃত্যু বরন করেন।
অভিযুক্ত ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার পর থেকে এলাকা থেকে সরে অন্যত্র চলে গেছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে ।