শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কাঠালিয়ায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করলেন মুসল্লিরা গাবখান টোল ট্রাজেডি নিহত সেই ভিক্ষুক শহিদের পরিবারের পাশে রক্তযোদ্ধারা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ কাঠালিয়ার কাপড় ব্যবসায়ী মাহতাব উদ্দিনের দাফন সম্পন্ন বৃষ্টির জন্য কাঠালিয়ায় ইস্তিসকার নামাজ আদায় ঝালকাঠিতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করলেন মুসল্লিরা তাপপ্রবাহে তৃষ্ণার্তদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছে সামাজিক সংগঠন ইয়াস ঝালকাঠিতে তীব্র তাপদাহের মধ্যে উত্তপ্ত সড়ক ছাড়ছেন না ট্রাফিক পুলিশ হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু ভোগাচ্ছে জমে থাকা তাপ

জাওয়াদের প্রভাবে কাঠালিয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা

বার্তা ডেস্ক:

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঝালকাঠির কাঠালিয়ায় থেমে থেমে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবশ্য গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমতে থাকে। তবে গত রোববার রাতে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এদিকে বৃষ্টির কারণে উপজেলার ডালজাতীয় শস্য, সবজি, আলু, গম, পাকা আমন ধানের গড়ে ৩০ ভাগ ক্ষতির আশঙ্কা করছেন কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, রোববার সকাল ছয়টা থেকে সোমবার বেলা বারোটা পর্যন্ত ১১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং স্থানীয় নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয় নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত পরিবর্তন না হলে ছোট ছোট সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক থাকবে।

এদিকে অসময়ের বৃষ্টিতে উপজেলা সদর, আমুয়া, পাটিখালঘাটা,চেঁচরী রামপুর, শৌলজালিয়া ও আওরাবুনিয়া ইউনিয়নের কৃষকের পাকা আমন ধান নুয়ে পড়েছে। লালশাক, পালন শাক, ফুলকপি, বাঁধাকপি খেতে পানি জমেছে বলে জানান ওই সব এলাকার চাষিরা।

এ উপজেলায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হিমেল হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় খেটে খাওয়া মানুষজন পড়েছেন বিপাকে। উপজেলার ৫টি ইউনিয়নের বেশির ভাগ সবজি খেত বৃষ্টির কারণে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বৃষ্টির কারণে অনেক পান বরজেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

নিম্ন আয়ের মানুষ বেশি বিপাকে পড়েছেন কারণ তাঁরা বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারেনি। উপজেলার প্রধান প্রধান সড়কে বৃষ্টির কারণে যাত্রী কম থাকায় বাস, ইজিবাইক, মাহেন্দ্র ও মোটরসাইকেল কম দেখা গেছে। ফলে সড়কে যাতায়াতকারী লোকজন পড়েছেন বিপাকে। এছাড়া দুই দিনের টানা বর্ষণে পানি জমেছে কাঠালিয়া বাসষ্ট্যান্ডে।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  




All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana